| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মুফতী আখতারুজ্জামান আশরাফীর পিতার ইন্তেকাল; খেলাফত আন্দোলনের শোক প্রকাশ


মুফতী আখতারুজ্জামান আশরাফীর পিতার ইন্তেকাল; খেলাফত আন্দোলনের শোক প্রকাশ


রহমত নিউজ     21 February, 2025     02:07 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য এবং ঢাকা মহানগর নায়েবে আমীর মুফতী আখতারুজ্জামান আশরাফীর পিতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। 

মুফতী আখতারুজ্জামান আশরাফীর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইনসহ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।